
ফরিদপুর প্রতিনিধিঃ রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউন এর ২০২২-২০২৩ বর্ষবরণ উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত হয়।
রেলিটি ফরিদপুর ঝিলটুলি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) থেকে শুরু করে ডিসি অফিস, প্রেসক্লাব এর সামনে দিয়ে আবার স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
রোটারি বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে, এর মধ্যে স্কুলের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ফ্রী মেডিকেল ক্যাম্পে অধ্যাপক ডাক্তার ইউনুস আলীর তত্ত্বাবধানে চিকিৎসা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন, প্রাইমারি স্কুল প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপন করে।
এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ফরিদপুর নিউটাউন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট নাজমুল আহসান শাহজাহান, প্রেসিডেন্ট রাজকুমার ঘোষ, সদ্য সাবেক প্রেসিডেন্ট এ্যাডভোকেট আব্দুর রব খোকন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সকল রোটারিয়ানবৃন্দ ও স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ।