নিরঞ্জন মিত্র নিরুঃ জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নাম ঘোষনা করা হয়েছে।
(২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কে.এম.আযম খসরুর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। এতে গোলাম মোঃ নাছির কে আহবায়ক ও ইমান আলী মোল্লা কে সদস্য সচিব করে এই কমিটি ঘোষনা করা হয়।
একই সাথে জাতীয় শ্রমিক লীগ এর ২৪ অনুচ্ছেদ অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী ৬ মাসের মধ্যে জেলার আওতাভুক্ত থানা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন পুর্বক সর্বশেষ সম্মেলনের মাধ্যমে জেলার পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য উল্লেখিত চিঠিতে শর্তারোপ করা হয়।
উল্লেখ্য ফরিদপুর জেলা শ্রমিকলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের প্রতি অবিচল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর একনিষ্ঠ কর্মী হিসেবে সংগঠনের কার্যক্রম গতিশীল ও বেগবান করার জন্য উক্ত আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।