ফরিদপুর জেলা যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Rabiul Hasan Rajib
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
সত্য প্রকাশে নির্ভীক
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বিকেলে স্বেচ্ছায় রক্তদান ও কেক কাটা আলোচনা সভার আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে সামনে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাঈম, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, উপদপ্তর সম্পাদক সৈয়দ সোহেল রেজা বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত আলী জাহিদ, যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার, আলী আজগর মানিক, লাভলু মুন্সি, প্রমূখ।
সভা সঞ্চালনা করেন ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার ও শাহ সুলতান রাহাত।
সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করার আহ্বান জানান।