ফরিদপুর শহরের ঝিলটুলীতে অবস্থিত বেলপিয়াটো চাইনিজ রেস্টুরেন্টে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাসির, জেলা ছাত্রলীগ সভাপতি তামজিদুর চৌধুরী রিয়ান, সাধারন সম্পাদক ফাহিম প্রমুখ।
ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন এই পবিত্র রমজান মাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উপলক্ষে গৃহহীনদের ঘর উপহার দেওয়ায় তার জন্য তার কাছে কৃতজ্ঞতা জানানো হয় এবং তার সুস্থতা কামনা করা হয়।