এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফসহ বিভাগীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সু-চিকিৎসার সুযোগ না দিলে অচিরেই কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। শুধু সমাবেশ করলেই হবে না হরতালের মত কর্মসূচি দিয়ে সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে হবে।