ফরিদপুর প্রতিনিধি: দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা বিএনপি’র প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।
আজ সকাল সাড়ে ১০ টা থেকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইসার সভাপতিত্বে এ প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আহ্বায়ক এ্যাড. হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ.কে কিবরিয়া স্বপন, মহানগর যুবদল সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, শহর বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন লাভলু, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন। আওয়ামীগের নেতৃবৃন্দ অবৈধভাবে দেশের অর্থ পাচার করে বিদেশে বিলাসবহুল বাড়ি বানিয়ে বসবাস করছে যার ফলশ্রুতিতে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষদের প্রতি তাদের কোন দরদ নেই। তারা বলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সিন্ডিকেটের কারণে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর কোন ক্ষমতাই নেই সরকারের।
অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না কমালে সাধারণ জনগণকে সাথে নিয়ে বিএনপি নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার পতনের হুমকি দেন।
সভার সভাপতি তার বক্তব্য শেষে অনশনকারীদেরকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।