নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক অভিযানে ভাংগা থানা ও আলফাডাঙ্গা থানা এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশ সুত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে অদ্য ১৬ নভেম্বর ২১ তারিখ মঙ্গলবার ১৮:০০ ঘটিকার সময় ভাংগা থানাধীন ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙ্গা সার্কেল ফাহিমা কাদের চৌধুরী, ভাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) বিকাশ মন্ডলের নেতৃত্বে ভাংগা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২০টি কাতরা, ৪০টি ঢাল, ৫ টি টেটা, ২২টি কালি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ভাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
একই তারিখ পৃথক অভিযানে বিকাল ১৭.০০ ঘটিকার সময় আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে অফিসার ও ফোর্সসহ আলফাডাঙ্গা থানাধীন পাচুড়িয়া ইউপি এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ১০টি বল্লম, ০৪ টি রামদা, ০৫ টি ঢালসহ ০৫ টি অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়াও ২০ নভেম্বর ২০২১ তারিখে বেড়িরহাট বিট অফিসে মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় পাচুড়িয়া ইউপি এলাকার স্থানীয় লোকজন তাদের এলাকায় থাকা দেশীয় অস্ত্র পুলিশের নিকট জমা দেওয়া জন্য একমত পোষন করেন।
ফরিদপুর জেলার পুলিশ কর্তৃক যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের লক্ষ্যে দেশীয় অস্ত্রসহ অন্যান্য উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।