নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে জানা যায়, গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও কম্পিউটার ডিভাইসসহ ০৫ পাসপোর্ট দালাল চক্রকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় ০১টি মাদক ও ০১টি চাঁদাবাজি মামলা রুজু করা হয়।
জেলায় মোট ০৭টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ২৮ জন আসামি গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারী পরোয়ানা মূলে ০২জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ট্রাফিক পুলিশ ১৬টি প্রসিকিউশন দেয় ও ০৬ টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করে এবং ২২,৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
ভাংগা থানা পুলিশ কর্তৃক ০৩টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভাঙ্গা থানাধীন নুরুল্যাগঞ্জ ইউনিয়নের বাররা সাকিনস্থ জনৈক সাহেব আলী বেপারী (৫০), পিতা-মৃত ছাহের বেপারী এর খালি জায়গা হতে ইয়াবা ব্যবসায়ী ১। ওলিউল্লাহ হায়দার (৪২), পিতা-মৃত আঃ সাত্তার মোল্যা, সাং-পূর্ব বাকপুরা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করে তার হেফাজত হতে ৩৭৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, এছাড়া ০১টি সিআর সাজা গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক ১। মোঃ মহিউদ্দিন হাওলাদার, পিতা-আঃ কাদের হাওলাদার, সাং-সড়ইবাড়ী, থানা-ভাংগা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা কালে ০৭ জানুয়ারী ২০২২ দুপুর অনুমান ১৫.০০ ঘটিকার সময় মোবাইল ফোনের মাধ্যমে ডিবি পুলিশের একটি চৌকস টিম জানতে পারেন যে, ফরিদপুর পাসপোর্ট অফিসের সামনে একজন ব্যক্তিকে আটক করে পাসপোর্টের জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুর এর নেতৃত্বে ফরিদপুর ডিবি পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে আসামি ১। মোঃ নাদিম হাসান (৩৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-কমলাপুর তেতুলতলা, ২। মোঃ তারিকুর রহমান ওরফে নাইম (৪৫), পিতা-মৃত মোস্তাফিজুর রহমান, সাং-পূর্ব আলীপুর রওশন খান সড়ক, ৩। রাব্বি মোল্যা (২৮), পিতা-মোঃ রাজু মোল্যা, সাং-দক্ষিণ কমলাপুর, ৪। আল আমিন শেখ (২৭), পিতা-মোঃ নান্নু শেখ, সাং-চানমারী ঈদগাহ সংলগ্ন, ৫। মোজাম্মেল হোসেন শিমুল (২৫), পিতা-মোশারফ হোসেন, সাং-ডিআইবি বটতলা চার রাস্তার মোড়, সর্ব থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে আসামী নাদিমের বিসমিল্লাহ ট্রেডার্স নামক দোকান ঘর হতে দুপুর অনুমান ১৫.৩০ ঘটিকার সময় পাসপোর্টের লেনদেন সংক্রান্তে ০৫ টি হিসাবের খাতা, ডায়রী, পাসপোর্টের টাকা জমা দেয়ার চালান, ০২ টি মনিটর, ০২ টি হার্ডডিক্স এবং নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে পাসপোর্টের দালালির সাথে জড়িত। তারা ফরিদপুর জেলার বিভিন্ন অঞ্চলের দালালদের মাধ্যমে পাসপোর্ট করার কথা বলে কৌশলে পাসপোর্ট প্রার্থীদের (সাধারণ মানুষ) নিকট থেকে থেকে টাকা আদায় করে। তারা প্রতিটি পাসপোর্টের জন্য ১৫ হাজার টাকা নেয়। সরকার নির্ধারিত পাসপোর্টের ফির অতিরিক্ত টাকা তারা চাঁদা হিসাবে বিভিন্ন অফিসের লোকজন সহ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। উক্ত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানার মামলা নং-১৮ (জিআর নং-১৮/২০২২) তারিখ-০৭/০১/২২ ধারা- ৪০৬/৪২০/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ০২ টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ফৌজদারি কার্যবিধি ৩৪ ধারা মোতাবেক ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারা মোতাবেক একজন আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সালথা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ০৮ জন আসামি গ্রেপ্তার করা হয় আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নগরকান্দা থানা পুলিশ কর্তৃক ০১টি মামলা রুজু করা হয়।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে তিনজন নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।
চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ০২ জন আসামি গ্রেপ্তার করা হয়।
সদরপুর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা দুজন আসামি গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজুকৃত মামলার সংখ্যা-১৬ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ০৯ টি, আদায় কৃত জরিমানার পরিমান- ২২,০০০/- টাকা আটক সংখ্যা- মোটর সাইকেল- ০৩ টি , ট্রাক- ০২ টি, ইজিবাইক- ০১ টি।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।