নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা পুলিশ এর অভিযানে ১৪জন বিভিন্ন মামলার আসামি আটক।
ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক জানা যায়, গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট ০৭টি নিয়মিত মামলা রুজু করা হয়। ০৬টি নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ১০ জন আসামি, ০১টি মাদক মামলায় ০৪ জন গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ট্রাফিক পুলিশ ৩৭ টি প্রসিকিউশন দেয় ও ২৫টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করে এবং ৪৫,০০০/- টাকা জরিমানা আদায় করে।
ফরিদপুর কোতয়ালী থানায় ০৫টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ০৬ জন আসামি গ্রেপ্তার করা হয়। এছাড়াও ওয়ারেন্ট মূলে ০৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ফরিদপুর ডিবি পুলিশ কর্তৃক কোতয়ালী থানা এলাকার গুহ লক্ষ্মীপুর বস্তি এলাকা হতে অভিযান পরিচালনা ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় ০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়।
ভাংগা থানা পুলিশ কর্তৃক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০২১ উপলক্ষে অভিযান পরিচালনা করে ২০ নভেম্বর ২১ খ্রিঃ বিকাল ১৮:০০ ঘটিকার সময় ভাংগা থানাধীন চুমুরদী এবং নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত বিকাশ মন্ডলের নেতৃত্বে ভাংগা থানা পুলিশ অভিযান পরিচালনা করে কাতরা ২১টি, ঢাল ১০টি, টেটা ১০টি, কালি ০১ টি, ০১টি রানদা উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারি পরোয়ানা মূলে ০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
সদরপুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানা পুলিশ কর্তৃক গ্রেফতারি পরোয়ানা মূলে ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
নগরকান্দা থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলা রুজু করা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা মূলে একজনকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ০১ জন ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০১ জন আসামী গ্রেফতার করা হয়।
মধুখালী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজুকৃত মামলার সংখ্যা- ৩৭ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ১৩ টি, আদায়কৃত জরিমানার পরিমান- ৪৫,০০০/- টাকা, আটক সংখ্যা- মোটর সাইকেল-২৩ টি, ট্রাক- ০২ টি।