নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৫-০৪-২০২২ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা হতে ১৬-০৪-২০২২ সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত ফরিদপুর জেলায় ৬৪৭ (ছয়শত সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
জেলায় মোট ০৮ টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ০৪ জন আসাম ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। ট্রাফিক পুলিশ ১০ টি প্রসিকিউশন দেয়। ১২,০০০/-টাকা জরিমানা আদায় করা হয়। ০৪ টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়।
অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ১৫/০৪/২০২২ রাত ২৩.৫০ ঘটিকার সময় ফরিদপুর কোতয়ালি থানাধীন ভাটিকানাইপুর সাকিনন্থ দেওয়ান বাড়ী মোড় অভিযান পরিচালনা করে ১। খায়রুজ্জামান খাজা (৩৮), পিতা-মৃত হানিফ মাতুব্বর, সাং-ভাটিকানাইপুর, ২। সোহেল মাতুব্বর (২৭), পিতা-জামাল মাতুব্বর, সাং-লক্ষীপুর (কানাইপুর) উভয় থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুরদ্বয়কে সর্বমোট (৩৯৪+২৫৩)= ৬৪৭ (ছয়শত সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
এই সংক্রান্তে এসআই ভাস্কর কুন্ডু বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানার মামলা নং-৫৩ (জি আর নং-৩২৪/২০২২) তারিখ ১৬/০৪/২০২২ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক)/৪০ রুজু করেন।
কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ০১ টি মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়।
মধুখালী থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা আমলে ০৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক ০২ টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ০১ জন আসামী গ্রেফতার করা হয়।
সদরপুর থানা পুলিশ কর্তৃক ০১ টি মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
ভাংগা থানা পুলিশ কর্তৃক ০২ টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ০১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
নগরকান্দা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
সালথা থানা পুলিশ কর্তৃক ০১ টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়।
ফরিদপুর ট্রাফিক বিভাগ কর্তৃক রুজুকৃত মামলার সংখ্যা- ১০ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ০৪ টি, আদায় কৃত জরিমানার পরিমান- ১২,০০০/- আটক সংখ্যা- মোটর সাইকেল ০৪ টি।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।