ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন রেজিঃ নং (ঢাকা ১৫৮২) এর নবনির্বাচিত ট্রাক টার্মিনালের উদ্বোধন আজ বিকেলে শহরের মশলা গবেষণা কেন্দ্রের পাশে মাচ্চর ইউনিয়নের এরিয়াতে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতি কাজী আবদুল আলী গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, স্বেচ্ছাসেবকলীগ ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক তারেক সাঈদ, ফরিদপুর মোটর ওয়াকার্স ইউনিয়ন ১০৫৫ এর সভাপতি জুবায়ের জাকির, ফরিদপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির, সদস্য-সচিব ইমান আলী মোল্লা, ট্রাক মালিক সমিতির সভাপতি মোস্তফা খান, সদস্য-সচিব শাহীন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী করিম সরদার, ট্রাক ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শামীম হক বলে, দীর্ঘদিন পরে হলেও ফরিদপুর একটা ট্রাক স্ট্যান্ড নির্মিত হয়েছে এটা ভালো উদ্যোগ। এর ফলে শহরে যানজট কমবে। তিনি বলেন মালিক-শ্রমিক এর মধ্যে সমন্বয় থাকা জরুরি। তাহলে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। তিনি ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন, আপনারা বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না আপনাদের একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য আপনাদের পরিবারকে ধ্বংস করে দিতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে ইশতিয়াক আরিফ জানান, পদ্মা সেতু চালু হলে সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারাই। যেখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো সেখানে মাত্র কয়েক মিনিটে আপনারা পদ্মা সেতুর উপর দিয়ে পণ্য পরিবহন করতে পারবেন।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে টার্মিনালের উদ্বোধন ঘোষণা করেন।