
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আগামী ১৭ই মার্চ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান এর সভাপতিত্বে ১৭ই মার্চ উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্কসহ ফরিদপুরের ৯ টি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৪ মার্চ ফরিদপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের আগমন উপলক্ষে বঙ্গবন্ধু স্কয়ারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ফরিদপুর বঙ্গবন্ধু স্কয়ারে কেক কেটে জন্মদিন উদযাপন ও আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়।