ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষকে সভাপতি হিসেবে নির্বাচিত করার দাবিতে এক আলোচনা সভা ও রেলি আজ বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে শহরের ভাঙ্গা রাস্তার মোড় হতে প্রেসক্লাব পর্যন্ত একটি রেলি ও প্রেসক্লাবে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, কোতোয়ালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান মুরাদ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক জিএস তাওফীক হোসেন পুচ্চি প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণসহ ফরিদপুর জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রেলী ও সমাবেশে আগত নেতৃবৃন্দরা বলেন ১৯৭৫ পরবর্তী সময়ে ফরিদপুর জেলা আওয়ামীলীগে বিপুল ঘোষের অবদান তা তুলে ধরেন।
জেলা আওয়ামীলীগে বিপুল ঘোষের অবদানের কথা উল্লেখ করে নেতৃবৃন্দ আগামী ১২ই মে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিপুল ঘোষকে সভাপতি নির্বাচিত করার দাবি জানান।
তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিপুল ঘোষের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিপুল ঘোষ অত্যন্ত ভালো মানুষ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ ফরিদপুরের আওয়ামী লীগের সভাপতি পদে বিপুল ঘোষকে দিলে তিনি তার মেধা যোগ্যতা ও শ্রম দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে পারবেন।
এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।