নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই এপ্রিল শনিবার দুপুর ২:০০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর পৌর এলাকার গোয়ালচামট হোটেল র্যাফেলস ইন এর তৃতীয় তলার হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লেঃ কর্ণেল (অবঃ) জনাব মুহাম্মদ ফারুক খান ও জনাব আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি সহ জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা ফরিদপুরের সকল উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের আগামী ১২ই মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার আহ্বান জানান এবং উপজেলার নেতা কর্মীরা সম্মেলন সফল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এছাড়াও ব্যানারে সংসদ উপনেতা সৌয়দা সাজেদা চৌধুরী এমপির নাম না থাকায় সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া প্রতিবাদ করেন।
জেলা আওয়ামী লীগের বক্তারা অত্যাচার নিপীড়ন এর বর্ণনা দিয়ে খন্দকার মোশাররফ হোসেন এর সমালোচনা করেন।
দোয়া ও ইফতার এর মাধ্যমে সভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।