ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফকে ফুলেল শুভেচ্ছা প্রদান করল জাতীয় শ্রমিক লীগ।
মঙ্গলবার বেলা একটায় তার বাসভবনে ও ফুলের শুভেচ্ছা প্রদান করে জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির, সদস্য সচিব ইমান আলী মোল্লা, জাতীয় শ্রমিক লীগ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মির্জা মাজহারুল ইসলাম মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় তারা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এবং আগামী দিনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।