নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকা হতে গাঁজাসহ ০১ জন আটক।
ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ১১/০১/২০২২ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রাজাপুর গ্রামস্থ রুস্তম মল্লিকের বাড়ির উঠান হতে ০১। মোঃ মফিজুল ইসলাম@জুয়েল (৩৮), পিতা-মৃত রুস্তম আলী মল্লিক, সাং- রাজাপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে আটক করেন, এ সময় তার হেফাজত হতে ৭৮০ (সাতশত আশি) গ্রাম গাঁজা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।