শ্রাবণ হাসান: ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ১২০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। ফরিদপুর পিসিআর ল্যাবে ২৪৫ জনের নমুনায় ১২০ জনের পজিটিভ শনাক্ত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানান, আক্রান্তদের মধ্যে ফরিদপুর সদরে ৯৬ জন, ভাঙ্গা উপজেলায় ৮ জন, নগরকান্দা উপজেলায় ৬ জন, মধুখালী উপজেলায় ৪ জন, বোয়ালমারী উপজেলায় ৩ জন, সালথা উপজেলায় ৩ জন, সদরপুর উপজেলায় ২ জন এবং চরভদ্রাসন উপজেলায় ১ জন রয়েছে।
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৩৪ জন, সুস্থ্য হয়েছেন ২১ হাজার ৯৫৩ জন এবং ৫৩৮ জন মারা গেছেন।