নিরঞ্জন মিত্র নিরু: ফরিদপুরে গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবং ২৪ জানুয়ারি গেজেট প্রকাশিত মধুখালী ও সদরপুর দুইটি উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে (১০ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুখালী উপজেলার ৪ জন ইউপি চেয়ারম্যান ও সদরপুর উপজেলার ৯ জন ইউপি চেয়ারম্যান এ শপথ গ্রহন করলেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা এর সভাপতিত্বে, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ, সহকারী কমিশনার তারেক হাসান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত মধুখালী উপজেলার ৪ টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে দুইজন বিজয়ী চেয়ারম্যান শপথ গ্রহণ করেন উপজেলার বাগাট ইউনিয়নে মোঃ মতিয়ার রহমান খান ও জাহাপুর ইউনিয়নে মোঃ শামছুল ইসলাম (বাচ্চু)।
বাকী দুইটি স্বতন্ত্র প্রার্থীর চেয়ারম্যান কামারখালী ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে বিজয়ী মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান ও রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আনারস প্রতীক নিয়ে বিজয়ী জাকির হোসেন মিয়া শপথ গ্রহণ করেন।
অন্যদিকে সদরপুর উপজেলার মোট ৯ টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে তিনজন বিজয়ী চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। চেয়ারম্যানরা হলেন কৃষ্ণপুর ইউনিয়নের আকতারুজ্জামান তিতাস, আকোটেরচর ইউনিয়নের আছলাম বেপারী ও ঢেউখালী ইউনিয়নের মোঃ মিজানুর রহমান।
এছাড়াও বাকী ৬ টি ইউনিয়নের স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন সদরপুর ইউনিয়নের মটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী কাজী জাফর, ভাষানচর ইউনিয়নের টেবিলফ্যান প্রতীক নিয়ে বিজয়ী শেখ গোলাম কাউছার, নারিকেল বাড়িয়া ইউনিয়নের চশমা প্রতীক নিয়ে বিজয়ী মোঃ নাসিরউদ্দিন সরদার, চর নাছিরপুর ইউনিয়নের আনারস প্রতীক নিয়ে বিজয়ী মোঃ রোকন উদ্দীন মোল্যা, চরবিষ্ণুপুর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী মোয়াজ্জেম হোসেন ও চর মানাইর ইউনিয়নের চশমা প্রতীক নিয়ে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান মোহাম্মাদ রফিকুল ইসলাম শপথ গ্রহণ করেন।