
ফরিদপুর প্রতিনিধিঃ সারাদেশে বিএনপি-জামাতচক্রের নৈরাজ্য আগুন, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ১৩ ডিসেম্বর পৌনে বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি পালিত হয়।
৩৫ মিনিট ব্যাপী এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাবেক স্বেচ্ছাসেবক লীগের নেতা ফারুক হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান শিবলু । এ সময় স্বেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে ফারুক হোসেন বলেন সারাদেশে বিএনপি জামাত চক্র আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তারই প্রতিবাদে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেক লীগের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন ফরিদপুরে বিএনপি জামাতচক্র নাশকতা সৃষ্টি করতে চাইলে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করব।