নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পর্যায়ের সাহিত্য সংগঠন “সাহিত্যের খেয়াঘাট” এর চা চক্র ও কবিতা পাঠ ফরিদপুরের শোভারামপুরে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নিলুফার ইয়াসমিন রুবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন প্রবীণ কবি পাশা খন্দকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ইউরেকা স্কুলের প্রতিষ্ঠাতা- পরিচালক সৃজনশীল ছড়া চর্চাকেন্দ্র “ঝাল” এর প্রতিষ্ঠাতা গ্রাফিক্স ডিজাইনার ও ছড়াকার নূরুজ্জামান ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলের কবি জাহাঙ্গীর খান, কবি সফিক ইসলাম, কবি আজিজুর রহমান, কবি মোস্তফা মাহফুজ বুলু, কবি ডা. নিলয় বিশ্বাস, সৈকত রহমান, শহিদুন নবী, শফিক ইসলাম, মোস্তফা মাহফুজ বুলু, মনোয়ার আবির, আবু জাফর দিলু, শেখ নূরুল, মেরুননেসা স্বপ্না, মোকলেছুর রহমান, মহসিন মুন্সী, আহমেদ সৌরভ, মো: মমিনুর রহমান (সবুজ), মাজেদুল হক, খন্দকার ফারহানা মুন্নি, ফজলুল হামিদ তামিম, গীতি কবি ডি আসাদ, বাচ্চু রহমান, আমিন খান আমিন, আলীম আল রাজী আজাদ, আক্তার হোসেন, শ্যামল কুমার মজুমদার, নাফিজা তাহসিন, নাছিমা আক্তার, আঞ্জুমান আরা, নাজমা আক্তার রূপকথা, সৈয়দ মজনু, শোভা রানী বিশ্বাস, রীনা পারভীন, উপন্যাসিক মিনা শারমিন, মীম ওয়াহিদ, মমতাজ বেগম, ফৌজিয়া নাসরিন, কামরুন্নাহার আলোসহ প্রায় ৫০জন কবি লেখকের অংশগ্রহণে প্রাণবন্ত এই চা-চক্র দারুণভাবে জমে ওঠে।
এই অনুষ্ঠানে শীতের পিঠা আর গরম চায়ের উষ্ণতায় কবিতা পাঠের ফাঁকে ফাঁকে মহান স্বাধীনতা দিবস উদযাপন, খেয়া সম্মাননা ২০২২, নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করা হয়।
সকলের সরব উপস্থিতি ও কবিতা পাঠের জন্য সংগঠনের সভাপতি নিলুফার ইয়াসমিন রুবি সকল সুহৃদ বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।