ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সাংবাদিক দম্পতির অসুস্থ্য মেয়েকে দেখতে তার বাড়ীতে ছুটে গেলেন ফরিদপুর জেলায় সমাজসেবায় ব্যাপক আলোচিত, মানবতার ফেরিওয়ালা খ্যাত, বিশিষ্ট দানবীর ও আওয়ামী সৎস্যজীবি লীগের ফরিদপুর জেলার আহ্বায়ক কাজী আব্দুস সোবহান।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ফরিদপুরের নড়িখালী বাসষ্টার্ন্ড সংলগ্ন সাংবাদিক দম্পতির বাড়ীতে গিয়ে তাদের একমাত্র কন্যা সন্তান আনিশা (৫) কে বুকে জড়িয়ে তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহুর কাছে দোয়া করেন।
সাংবাদিক দম্পতিরা হলেন, চ্যানেল এস টিভি, দৈনিক আমাদের নতুন সময় ও ডেইলি সিটিজেন টাইমস পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এস.এম আকাশ ও তার স্ত্রী দৈনিক বাংলাদেশের আলো ও ডেইলি আওয়ার টাইমস পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি সেতু আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর ও মধুখালী উপজেলার বিভিন্ন আওয়ামীলীগ ও মৎস্যজীবি লীগের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য: গত মার্চ মাসের ২০ তারিখে সাংবাদিক দম্পতির বাড়ীর দক্ষীন পাশে কুমার নদিতে নির্মানাধীন পাকা ঘাটলার পাইলের উপর হটাৎ পরে গিয়ে আনিশার দুই চোখের মাঝখানে নাকের মাংশ খসে পড়ে যায়। এতে সে মারাত্বক ভাবে আহত হলে ওই দিন রাতে ফরিদপুরের একটি প্রাইভেট হসপিটালে নিয়ে তাহার একটি ব্যয়বহুল কসমেটিকস সার্জারী অপারেশন করা হয়।