নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর পরিবেশ অধিদপ্তর কতৃক শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলার শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে শব্দসচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তর এবং ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগীতায় ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প আয়োজিত (২৯ ডিসেম্বর) বুধবার সকালে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী শব্দসচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ এর সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের এর অধ্যক্ষ অধ্যাপক ড. প্রকৌ. মোঃ মিজানুর রহমান, বিভাগীয় প্রধান নন-টেক অধ্যাপক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান।
এসময় শহরের বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক আব্দুস ছাত্তার মিয়া।