বিশেষ প্রতিবেদকঃ র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে গাঁজা গাছসহ ০১ মাদক ব্যাবসায়ী আটক।
অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি বিএম ইউসুফ আলী এর নেতৃত্বে ০৩/০৪/২০২২ তারিখ ১৫.৫০ ঘটিকার সময় ফরিদপুর পৌরসভার কমলাপুরের চানমারী গ্রামস্থ কাদের শিকদার এর বাড়ীর পূর্ব পাশে জনৈক আব্দুল মুন্নাফ খান (৫৪) এর ভোগ দখলীয় জমির ভূট্টা ক্ষেতের পার্শ্ব হতে মাদক ব্যবসায়ী ০১। আব্দুল মুন্নাফ খান (৫৪), পিতা- মৃত আব্দুর রশিদ খান, সাং- কমলাপুর (ডিআইবি বটতলা), থানা কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করেন।
উদ্ধারকৃত গাঁজার গাছ
এ সময় তার ভোগ দখলীয় জমির ভূট্টা ক্ষেতের মধ্যে হতে ৬০ (ষাট) টি গাঁজা গাছ এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।