নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে মোহনা টিভির এক যুগ পুর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সন্ধায় ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম সেবা), ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস।
মোহনা টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি আশিষ পোদ্দার বিমানের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক মশিউর রহমান খোকন, সাবেক সাধারন সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, ফরিদপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিক নেতা গোলাম মোঃ নাসিরসহ ফরিদপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি উপস্তিত ছিলেন।
এসময় বক্তারা মোহনা টিভির উত্তর উত্তর সাফল্যে কামনা করেন।