বিশেষ প্রতিবেদকঃ ফরিদপুর সদর উপজেলার সি এন্ড বি ঘাট মেইন সড়কে FDA সমিতির অফিস সংলগ্ন মেইন সড়কে মিনি ট্রাক চাপায় এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে।
১৫/০৩/২০২২ সময় অনুমান ০৪.৩০ ঘটিকায় FDA অফিস সংলগ্ন মেইন সড়ক সিএন্ডবি ঘাট নামক স্থান থেকে আগত একটি পিকআপ (মিনি ট্রাক) যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ন ১৬-৬০৫৩।
বৃদ্ধা মহিলা রাস্তা পারাপার হবার সময় সামনে থেকে আগত মিনি ট্রাকটি মহিলাকে চাপা দিলে বৃদ্ধা মহিলা ঘটনাস্থলেই মারা যান।
জানা যায়, নিহত বৃদ্ধা ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের তাইজদ্দীন মুন্সি ডাঙ্গীর মরহুম আছরউদ্দীনের স্ত্রী হালিমা বেগম (৮৫)। তিনি এ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনাকবলিত পিকআপটি ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যানের হেফাজতে আছে, এবং ড্রাইভার পলাতক রয়েছে বলে জানা যায়।