জিল্লুর রহমান রাসেল: ফরিদপুরে মসলা জাতীয় ফসলের উন্নত জাত ও প্রযুক্তির বিস্তার শীর্ষক কৃষক প্রশিক্ষণ, কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ মঙ্গলবার দুপুর ৩.৩০ টায় সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুরের নরসিংহদিয়া গ্রামে বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে কর্মশালাটি বাস্তবায়ন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট ফরিদপুরের মসলা গবেষণা উপকেন্দ্র।
বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোঃ মহিউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্ত ও ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. হযরত আলী।
কৃষকদের মধ্যে থেকে তাদের সাফল্য ও সাফল্যের নেপথ্যে কি রয়েছে সে বিষয়ে বক্তব্য দেন স্থানীয় কৃষক আলম ব্যাপারী ও ফরিদপুরে পেঁয়াজ বীজ উৎপাদনে পদক প্রাপ্ত কৃষাণী সাহিদা বেগম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর মসলা গবেষণা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান।