নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলায় ভৈজ্য তেলের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের নের্তৃত্বে বিশেষ বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।
১১ই মে ২০২২ বুধবার ফরিপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকারের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলীর পরামর্শক্রমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহর এলাকার পশ্চিম খাবাশপুর বটতলায় অবস্থিত “আল-হাসান ষ্টোর” এর গোডাউনে আট কার্টন ভোজ্য তেল এবং মিয়াপাড়া সড়কে অবস্থিত “ইউনিক ট্রেডার্স “নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অতি মুনাফার উদ্দেশ্যে পাঁচ চল্লিশ কার্টুন ভোজ্য তেল গোপনে মজুদকৃত অবস্থায় পাওয়া যায়।
পরবর্তীতে উক্ত সমুদয় তেল পূর্বের নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের মাঝে তাৎক্ষণিক বিক্রি করতে বাধ্য করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
সারাদিন ব্যাপি বাজার তদারকি কার্যক্রমে উদ্ধারকৃত ৭৫০ লিটার তেল সাধারণ জনগণ ক্রয় করতে পেরে তাদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং এই বাজার তদারকি টিমকে উচ্ছ্বসিত ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রচলিত এই বাজার তদারকি কার্যক্রমে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য ইনস্পেক্টর মোঃ বজলুর রশিদ খান।
একই সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে জেলা পুলিশ প্রশাসনের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।