নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক পৌর এলাকায় বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার দুপুর ১১:৩০ টায় খাঁশিহাটা (দক্ষিন ফরিদপুর) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং ফরিদপুরের জেলা প্রশাসকের সার্বিক সহযোগীতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর উপস্থিতিতে পৌর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ২টি প্রতিষ্ঠান চিটাগং বিল্ডার্স এন্ড মেশিনারিজ ও সুদিপ্ত হার্ডওয়্যারকে মোট ৪৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক তদারকির পাশাপাশি মহামারী করোনা মোকাবেলায় ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান, বণিক সমিতির সদস্য ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগীতা করেন।