জিল্লুর রহমান রাসেলঃ ফরিদপুরে সরকারি হাজী শরীয়তুল্লাহ পেঁয়াজ বাজার পরিদর্শন এবং ব্যবসায়ীদের সাথে বানিজ্য মন্ত্রনালয়ের অধিনস্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর এর সহযোগীতায় ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় সরকারি হাজী শরিয়তুল্লাহ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) লাভলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় এর অধিনস্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মঞ্জুর মোঃ শাহরিয়ার, সরকারি হাজী শরিয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ বজলুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাবেক সভাপতি এম এম মুসা, সহ সভাপতি আবুল হোসেন হাওলাদার, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান লাভলু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ।
প্রধান অতিথি ভোক্তাদের সাথে সুন্দর ব্যবহার করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।