নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় ফরিদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা ফরিদপুর শহরতলীর বাখুন্ডা বাজারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম।
ফরিদপুর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শাহ শফিকুর রহমান রানু মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, মোঃ জাকির হোসেন, ওমর ফারুক পাটোয়ী ও কবির উদ্দিন মাষ্টার এবং সদস্য অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন ও ফজলে কাদের সোহেল।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান রঞ্জন প্রমুখ নের্তৃবৃন্দ।
সভা পরিচালনায় ছিলেন ফরিদপুর জেলা মৎস্যজীবীদলের আহবায়ক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ।