ফরিদপুর প্রতিনিধিঃ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধাদের একতলা পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
(১৬ জুন) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুরসা ও কৈজুরী ইউনিয়নের সমসপুর এলাকায় নাগ বাড়ীর সংলগ্ন বীর মুক্তিযোদ্ধাদের পাকা ঘর ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
নির্মাণ কাজের উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপসহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, নির্মান কাজের ঠিকাদার মের্সাস রাজা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী হাফিজুল ইসলাম রাজা, মের্সাস সোয়াগ ট্রেডার্স স্বত্বাধিকারী মোঃ খোকন মাতুব্বর প্রমুখ।
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ২টি বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি রান্নাঘর ও ১টি বাথরুম বিশিষ্ট একতলা পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা ব্যয়ে প্রতিটি একতলা বিশিষ্ট পাকা ভবন নির্মাণ করা হচ্ছে।
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে ৯ জন ঠিকাদারের মাধ্যমে সদর উপজেলার দ্বিতীয় পর্যায় ৪৭ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন পাকা ঘর। এরআগে প্রথম পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের ৭ টি ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।