নিরঞ্জন মিত্র নিরুঃ ” বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” এবং ”হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পায়রা উড়িয়ে দিবসটির শুভ সুচনা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, (২৭ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ তাসলিমা আলী এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব হাতধোয়া দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে- হাত ধোয়ার গুরুত্বতা এবং স্কুল কলেজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বেশি বেশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, হাত অপরিষ্কার থাকলে শরীরে স্পর্শের মাধ্যমে দেহের ভেতর জীবাণু প্রবেশ করতে পারে। সমাজের সকলের নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সব সমাজে সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করার কথা বলেন।
তিনি আরো বলেন, সংক্রমণ থেকে সুরক্ষায় ও এর বিস্তাররোধের সবচেয়ে সহজ, বর্তমানে করোনা পরিস্থিতিতে এ দিবসটির গুরুত্ব বেড়েছে। সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোয়া এবং নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো সঠিকভাবে মেনে চলতে হবে। ভালো করে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগ বহুলাংশে কমানো সম্ভব। আমাদের সময়োপযোগী কার্যক্রমের ফলে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এ রোগের প্রাদুর্ভাব অনেকাংশে হ্রাস করা সম্ভব হবে বলে জানান জেলা প্রশাসক।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুমন রায়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ. এস. এম. আলী আহসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্কলনিক হাসিবুল হাসান মামুন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান।
এসময় আলোচনা সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।