নিরঞ্জন মিত্র নিরু: ”কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে, (১৬ অক্টোবর) রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউল হক এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তাসলিমা আলী, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, ভারপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমজাদ হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, সদর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ বিন ইয়ামিন। এরআগে ” বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২২ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউল হক এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে ইঁদুর নিধন অভিযান মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপ সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কৃষি উৎপাদনে আমাদের দেশে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ফল ও সবজির উৎপাদন অনেক গুণ বেড়েছে। দেশের অভ্যন্তরীণ জলাশয়ে উৎপাদিত মাছ ও মাংস উৎপাদনে দেশের চাহিদা পূরণে সক্ষমতা অর্জিত হয়েছে। ধান চাষেদেশের কৃষিপণ্য রফতানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষিকে লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণে উন্নয়ন সহায়তা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমাদের সরকার গৃহীত কৃষিবান্ধব নীতি ও কার্যক্রমে মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে। সরকারের এসব উদ্যোগ দেশের কৃষি উৎপাদনকে আরো জোরদার করার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক হবে।