ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে বিশ্বমান দিবস পালিত হয়েছে এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ শুক্রবার বেলা ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বি এস টি আই এর উপ-পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোসাম্মৎ তাসলিমা আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোহাম্মদ জিয়াউল হক, ফরিদপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক নজরুল ইসলাম, জেলা বিপণন কর্মকর্তা শাহাদাত হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, হাজী শরীয়তুল্লাহ বাজারের যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু, রাজবাড়ী জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ডক্টর মোহাম্মদ মিজানুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক মিঠুন দাস।
সভায় বক্তারা বলেন বিএসটিআইয়ের পণ্যের মান সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছে। তাই আগামী দিনে বিএসটি আই এর কার্যক্রম কে আরো গতিশীল করার আহ্বান জানানো হয়।