নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলার ভাংগা থানা হতে বিপুল পরিমান গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ০৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলার ভাংগা থানাধীন কররা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক ব্যবসায়ী ভাংগা থানার দোয়াইড় গ্রামের মোঃ বাবু মাতুব্বর এর পুত্র মোঃ আসিফ মাতুব্বর (২৫) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগমোহনপুর গ্রামের মোঃ শাহ আলম মিয়ার পুত্র মোঃ আলমগীর হোসেন (৪০) কে আটক করা হয়।
এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ৩১ (একত্রিশ) কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদ্বয়ের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় পরস্পর যোগসাজসে ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় করে।
উদ্ধারকৃত মালামালসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।