জিল্লুর রহমান রাসেল: “মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এবং সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ সহকারি পরিচালক শিপলু আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্যারেডের সালাম গ্রহণ করেন এবং জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও ফায়ার সার্ভিস এর পতাকা উত্তোলন করেন।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আরও উন্নত হয়েছে। এ বিভাগে নতুন নতুন অনেক ইকুইপমেন্ট যুক্ত হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন দুর্ঘটনা কবলিতদের দ্রুত উদ্ধার ও জীবন রক্ষায় কার্যকর ভুমিকা পালন করে।
এ সময় তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ব্যবহৃত বিভিন্ন ইকুইপমেন্ট পরিদর্শন করেন এবং জীবনবাজি রেখে জনগণের সেবায় তাদের ভুমিকার প্রশংসা করেন সেই সাথে তাদের কাজে সন্তোষ প্রকাশ করেন।