ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে প্রানীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শহরের গোয়ালচামটে মহিম ইনিস্টিটিউটের বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লা আহসানের সভাপতিত্বে এ প্রাণী সম্পদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্ভোদন ঘোষণা করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা কৃষি কর্মকতা ড. হযরত আলীসহ অন্যান্য কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।
প্রদর্শনীতে প্রায় ৩০ টি স্টলে বিভিন্ন প্রকার পশুর প্রদর্শনী হয়। পরে প্রধান অতিথি প্রদর্শনী বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
এরুপ প্রানী প্রদশর্নী অনুষ্ঠানের আয়োজনের ফলে পশু পালনে সাধারন জনগণ আরও বেশি আগ্রহী হবে বলে সচেতন মহল মনে করে।