1. news.ajkerkontho@gmail.com : Ajker Kontho : Ajker Kontho
  2. rjillur86@gmail.com : Jillur Rahman Russell : Jillur Rahman Russell
  3. sklablu6580@gmail.com : Lablu Shek : Lablu Shek
  4. multicare.net@gmail.com : আজকের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদে ৪ শিক্ষকের ওপর হামলা অভিযোগ আলোচিত ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার কাজদিয়া সরকারী বিদ‍্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ২১ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কানাইপুর ইউনিয়নের জনগণ যাতে সঠিক সেবা পায় তা নিশ্চিত করা হবে আলতাফ হোসেন নিরাপদ সবজি গ্রাম ঘোষনা ও সনদপত্র বিতরন জমকালো আয়োজনে তুষার মাহমুদ আকমান এর ৪৪ তম জন্মদিন পালন গোয়ালচামটে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত কৈজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওন এবং সম্পাদক তানজিল  কৈজুরীতে নারীর সহিংসতা রোধে ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
সত্য প্রকাশে নির্ভীক

হারুন-অর-রশীদঃ ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ী অনুষ্ঠানে অধিকাংশ পুলিশ কর্মকর্তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন আদর্শ একজন পুলিশ সুপারের নির্দেশে জনগণকে সেবা দিতে পেরে তারা নিজেদের গর্বিত মনে করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, আমার চাকরি জীবনে অনেক পুলিশ সুপারকে পেয়েছি, কিন্তু ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান স্যারের মতো একজন আদর্শ অভিভাবক কখনো পাইনি। আজ বিদায়লগ্নে মনে হচ্ছে কি যেনো হারাচ্ছি।

এসময় বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা।

ফরিপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ), সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন করসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ট্রাফিক ইন্সপেক্টরবৃন্দ, বিভিন্ন ইউনিট ও ফাঁড়ি-তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

বিদায়ী সংবর্ধনার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং গীতা পাঠ করা হয়।

পরে বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা বিদায়ী অতিথি সম্পর্কে একসাথে চলার, একসঙ্গে কাজ করা নিয়ে আবেগাপ্লুত হয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন।

শেষে জেলা পুলিশের সকল সদস্যকে আরও জনবান্ধব পুলিশিং, আইনশৃংঙ্খলাকে আরও সমুন্নত রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিদায়ী অতিথির আবেগঘন বক্তব্যের মাধ্যমে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!