জিল্লুর রহমান রাসেল: ফরিদপুরে নাবী পদ্ধতিতে পাট বীজ উৎপাদন কলাকৌশল বিষয়ে দিন ব্যাপী পাটবীজ চাষী প্রশিক্ষণ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে ৩ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আতাউর রহমান।
এ প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক পাট চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন জেলা পাট গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মজিবর রহমান।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন, বস্ত্র ও পাট অধিদপ্তরের সহকারি পরিচালক মরিয়ম বেগম, ফরিদপুর পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন, সদর উপজেলা উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সালথা উপজেলা উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বারী প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে চাষীদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।