নিজস্ব প্রতিবেদকঃ ৩য় ধাপে ফরিদপুরে অনুষ্ঠিত ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র একটি ইউনিয়নে নৌকা প্রতীক বিজয়ী হয়েছে। বাকি ১৪টি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ভাঙ্গা উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে একমাত্র বিজয়ী ব্যক্তি কাউলিবেড়া ইউনিয়নের রেজাউল করিম দুদু মিয়া। এছাড়া বাকী ১১ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নুরুল্যাগঞ্জ ইউনিয়নে সৈয়দ শাহীন আলম শাহাবুব, কালামৃধা ইউনিয়নে রেজাউল মাতুব্বর, ঘারুয়া ইউনিয়নে মনসুর মুন্সী, আজিমনগর ইউনিয়নে শাহজাহান হাওলাদার, হামিরদী ইউনিয়নে মোঃ খোকন মিয়া, তুজারপুর ইউনিয়নে ওলিউর রহমান, আলগী ইউনিয়নে ম.ম ছিদ্দিক, চান্দ্রা ইউনিয়নে আব্দুল খালেক মোল্লা, চুমুরদী ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম সোহাগ, মানিকদাহ ইউনিয়নে কে.এম শহীদুল্লাহ বাচ্চু ও নাসিরাবাদ ইউনিয়নে মোঃ আলমগীর খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন।
অন্যদিকে চরভদ্রাসন উপজেলার ৩টি ইউনিয়নের তিনটিতেই চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন। চরভদ্রাসন সদর ইউনিয়নে আজাদ খান, গাজিরটেক ইউনিয়নে মোঃ ইয়াকুব আলী ও চর হরিরামপুর ইউনিয়নে জাহাঙ্গীর কবির ব্যাপারী চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন।