নিরঞ্জন মিত্র নিরুঃ আগামী ২৫ জুন বাঙ্গালির বহুল কাঙ্খিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফরিদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(৬ জুন) সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়ার আারিফ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য বিপুল ঘোষ, পৌর মেয়র অমিতাভ বোস, সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, ডাঃ এম এ জলিল, বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন নূর মোহাম্মদ, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক পান্না বালা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেম, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আগামী ২৫ জুন
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদপুরে
ঐদিনটাকে একটা স্বরণীয় হয়ে থাকবে। ফরিদপুরবাসী যেন উৎসবে শামিল হতে পারেন, সেজন্য ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে সেতুর রেপ্লিকা তৈরি করে উৎসব করা হবে। এতে সরকারি সব পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তির অংশগ্রহণ থাকবে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সড়ক ভবণগুলোতে আলোকসজ্জা, স্বপ্নের পদ্মা সেতুর তোরণ, বিলবোর্ড ও ফেস্টুন টানানো হবে। ঐদিন সবাইকে নতুন সাজে সজ্জিত হওয়ার আহবান জানান বক্তারা।