নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদান এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত পাটচাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে (২৭ অক্টোবর) বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডি.এ.ই) এর প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এ. কে. এম হাসিবুল হাসান, পাট গবেষণা ইনস্টিটিউট (বিজে আর আই) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মজিবর রহমান, সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা (প্রশিক্ষন ও সমন্বয়কারী) তারেক মোঃ লুৎফুল আমিন।
প্রশিক্ষন কর্মশালায় সদর উপজেলার ৫ টি ইউনিয়নের ৫০ জন পাটচাষী অংশ গ্রহন করেন। শেষে অংশগ্রহনকারী পাট চাষীদেরকে পাটের তৈরী ব্যাগ প্রদান করা হয়।