নিরঞ্জন মিত্র নিরুঃ ”ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব এর আয়োজনে, (১৫ মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলীর সভাপতিত্বে, আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা , চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মোঃ নজরুল ইসলাম, ক্যাব ফরিদপুরের সভাপতি শেখ ফয়েজ আহমেদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, বাংলাদেশের কেমিস্টি এন্ড ইন্ডাস্ট্রিজ সমিতির ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচন, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা বাজার কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, ভোক্তা অধিদপ্তর জেলা কমিটির সদস্য আসমা আক্তার মুক্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় আলোচনা সভায় শহরের হাজী শরীয়তউল্লাহ বাজার, চকবাজার, নিউ মার্কেট, ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, জেলা বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দ, ইট-ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ, রোভার স্কাউট এর সদস্যবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য যৌক্তিক ও সহনিয় পর্যায়ে রাখার জন্য বিশেষ ভাবে আলোচনা করা হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ।