রাসেল, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলায় দুই দিনব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড -২০২২ সমাপ্ত হয়েছে।
৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২২ প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০জন শিক্ষার্থী দুটি গ্রুপে অংশগ্রহণ করে। এতে প্রকল্প উপস্থাপনে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে সরকারি রাজেন্দ্র কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে ফরিদপুর মুসলিম মিশন কলেজ ও তৃতীয় স্থান অর্জন করে সরকারি ইয়াছিন কলেজ।
জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে ফরিদপুর জিলা স্কুল, ২য় স্থান অর্জন করে পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অর্জন করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নাহার বেগম, পিআইও অফিসের অফিসের উপ সহকারি প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।