ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ডক্টর যশোদা জীবন দেবনাথ (সিআইপি) বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ও এফবিসিসিআই এর ব্যক্তিগত তহবীল হতে পাঁচ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ সকাল ১১ টায় ফরিদপুর শহর এর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ডাক্তার যশোদা যশোদা জীবন দেবনাথ সিআইপি এর নীজ তহবিল হতে পাচঁশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে পোলার চাল ০২ কেজি, সেমাই ০১ প্যাকেট, গুড়া দুধ ১০০ গ্রাম, তৈল ০১ লিটার, ঘি ১০০ গ্রাম, চিনি ০১ কেজি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সবেক জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, জেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, বীর মুক্তিযোদ্ধা পি.কে সরকার ও বীর মুক্তিযোদ্ধা তৈয়বুজজামান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরজিত কুন্ডু, শংকর সাহা, অনুপ সাহা প্রমূখ।
ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি এর নীজ অর্থায়নে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরনের মাধ্যমে গরীবের ঈদ সামগ্রীর চাহিদা কিছুটা হলেও পূরন হবে বলে সাধারণ মানুষ মনে করে।