নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৯টি পাসপোর্টসহ ০১ জন গ্রেফতার হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশ সুত্রে জানা যায়, অফিসার-ইনচার্জ (ডিবি) এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১৩/০২/২০২২ তারিখ ১২.১৫ ঘটিকার সময় ফরিদপুর কোতয়ালী থানাধীন দক্ষিণ আলীপুর সাকিনস্থ মাহফুজুর রহমান মিয়ার ছয়তলা ভবনের ৫ম তলার উপর পাশের ফ্লাটের পূর্ব পাশের কক্ষ হতে বিপ্লব দেবনাথ (৪১), পিতা-কানাইলাল দেবনাথ, সাং-ফুলবাড়ীয়া, থানা-সালথা এ/পি মাহাফুজুর রহমান মিয়ার ৬তলা বিল্ডিং এর ৫ তলার পূর্ব পাশের ফ্লাটের ভাড়াটিয়া, সাং-দক্ষিণ আলীপুর থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে সবুজ রংয়ের নয়টি ০৯ (নয়) টি পাসপোর্ট এবং সাদা জীপার যুক্ত প্যাকেটের ভিতরে রক্ষিত ১০৭ (একশত সাত) পিস কমলা রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে এসআই/সোহেল রানা বাদী হয়ে ফরিদপুর এর কোতয়ালী থানার এফ আই আর নং-৩৮ (জিআর নং-১৪২/২০২২), তারিখ- ১৩ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ; ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনির ১০ (ক) রুজু করেন।