নিরঞ্জন মিত্র নিরুঃ ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে, জেলার প্রায় ৫০ টি সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে সার্বিক উন্নয়ন বিষয় নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউল হক, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ. এস. এম. আলী আহসান, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, ভারপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমজাদ হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ওহিদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী প্রমূখ।
অনুষ্ঠানটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তাসলিমা আলী। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পৌর মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।