বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসাবে (১২ অক্টোবর) বুধবার সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা শুরু করেন শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৫ টার দিকে জেলা শ্রমিক লীগের আহবায়ক ও পৌর ১২নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির এর নের্তৃত্বে শহরের আলীপুর নওয়াব আলী টাওয়ারের সামনে থেকে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি লাভলু মিয়া সড়ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ র্যালী শেষে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোহাম্মদ নাছির এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অমিতাভ বোস।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ ইমান আলী মোল্লা, শহর শ্রমিক লীগের আহবায়ক মোঃ মোবারক খলিফা, শহর শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ মাহ্ফুজুর রহমান, কোতোয়ালী থানা শ্রমিক লীগের আহবায়ক মোঃ সেলিম শেখ, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ মিঠু মিয়া সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।