
ফরিদপুর জেলা প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে (২৩ জুলাই) শনিবার দুপুর ১২ টার ফরিদপুর জেলা মৎস অধিদপ্তর কর্তৃক আয়োজিত জেলা মৎস কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার এর সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক বিজন কুমার নন্দী, ঊষার বাণী পত্রিকার জেলা প্রতিনিধি ও ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা শাখার ইনভেস্টিগেশন অফিসার নিরঞ্জন মিত্র (নিরু), ডেইলি ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ও সাংবাদিক উন্নয়ন সমিতির সহ-সভাপতি জিল্লুর রহমান রাসেল, মুক্তখবর ও মর্নিং গ্লোরী পত্রিকার জেলা প্রতিনিধি ও ন্যাশনাল প্রেস সোসাইটি এবং ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক রবিউল হাসান (রাজিব) প্রমূখ।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফরিদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরীন শারমিন খাঁন।
সভায় জানান, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সারাদেশের ন্যায় ফরিদপুরে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ বিষয়ে নানা কর্মসূচী পালনের সিদ্বান্ত আগেই গৃহীত হয়েছে। এতে গৃহীত কর্মসূচী জাতীয় মৎস্য সাপ্তাহ-২০২২ পালিত কার্যক্রম বাস্তবায়ন হবে তিনি জানান।