নিরঞ্জন মিত্র নিরুঃ “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে সাত দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত (২৯ জুলাই) শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা মৎস্য কার্যালয়ের সভা কক্ষে এক মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার এর সভাপতিত্বে, সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ আলম হোসেন, জেলা ডেটিরিনারি কর্মকর্তা ডাঃ মনমথ কুমার সাহা, মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রের অধ্যক্ষ বিচিত্র কুমার সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক বিজন কুমার নন্দী, ঊষার বাণী প্রত্রিকার জেলা প্রতিনিধি ও ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা শাখার ইনভেস্টিগেশন অফিসার নিরঞ্জন মিত্র (নিরু) প্রমূখ।
সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরীন শারমিন খাঁন।
অনুষ্ঠান শেষে মছের রেনু উৎপাদনে অসামান্য অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সদর উপজেলার সি এড বি ঘাটের
ইন্দ্রজিৎ মৎস্য হ্যাচারী এন্ড নার্সারী স্বত্বাধিকারী বিষ্ণু চন্দ্র মালোকে পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য জাতীয় মৎস্য সাপ্তাহ-২০২২ উপলক্ষে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সারা দেশের ন্যায় ফরিদপুরে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ বিষয়ে নানা কর্মসূচী কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া সপ্তাহব্যাপী অনুষ্ঠানে উদ্ধোধনী ও আলোচনা সভা। পোনা মাছ অবমুক্তকরণ, সুফল ভোগীদের সাথে মতবিনিময়, বর্তমান সরকারের অগ্রগতীর ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন, অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা, মাছ চাষ বিষয়ক বিশেষ সেবা প্রদান, মৎস্য চাষীদের প্রশিক্ষন প্রদান, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।